ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

শুধু নেতৃত্ব নির্বাচনই নয়, নেতা-কর্মীদের মিলনমেলায় পরিণত করাই এবার আওয়ামী লীগের সম্মেলনের বৈশিষ্ট্য: সৈয়দ আশরাফ

প্রকাশিত : ১১:৪০, ১৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:৪০, ১৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

শুধু নেতৃত্ব নির্বাচনই নয়, নেতা-কর্মীদের মিলনমেলায় পরিণত করাই এবার আওয়ামী লীগের সম্মেলনের বৈশিষ্ট্য বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। একুশে টেলিভিশনের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনার সভাপতি থাকার ইঙ্গিত দিলেও, তার নিজের পদের ব্যাপারে বলেছেন, কাউন্সিলেই সব ঠিক হবে। উপমহাদেশের অন্যতম প্রাচীন দল এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ। শনিবার শুরু হচ্ছে দলের ২০ তম জাতীয় সম্মেলন। এরইমধ্যে শেষ পর্যায়ে সব প্রস্তুতি। আর আওয়ামী লীগের সম্মেলন রুপ নিচ্ছে নেতা-কর্মীদের মিলনমেলায়। ২০০৯ সাল থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সৈয়দ আশরাফুল ইসলাম একুশে টেলিভিশনকে বললেন এবারের সম্মেলনের বৈশিষ্ট্য সম্পর্কে। সভাপতির পদ ছেড়ে মাঝেমধ্যেই অবসরে যাওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, সম্মেলনের আগে সভাপতি হিসেবে বঙ্গবন্ধুকন্যার প্রয়োজনীয়তার কথা জানালেন সৈয়দ আশরাফ। এবারই প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে দলীয় মনোনয়নে। নানা বিষয়ে দলেও বিতর্ক আছে। সৈয়দ আশরাফ বললেন, সেটা সাধারণ সম্পাদকের রিপোর্টে আনার মত নয়। আর সাধারণ সম্পাদক পদে তার থাকা, না থাকার বিষয়টি তিনি ছেড়ে দিয়েছেন কাউন্সিলরদের ওপর।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি