ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

৫ অতিরিক্ত পুলিশ সুপার বদলি

প্রকাশিত : ২০:৫৩, ২৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গত ২২ মে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

টাঙ্গাইলের (সদর) অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদুর রহমান মনিরকে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার, এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার বিজয়া সেনকে ৯ম এপিবিএন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার,

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মমতাজুল ইসলামকে রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহের (সদর) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার লাবনীকে কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও ১১ এপিবিএন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি