ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

কানাডায় রাজনৈতিক আশ্রয় চাইলেন এস কে সিনহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৩, ২৬ জুলাই ২০১৯ | আপডেট: ২৩:০৮, ২৬ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন। কানাডিয়ান সংবাদ মাধ্যম দ্য স্টার এ তথ্যটি জানায়।

দ্য স্টার তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, সাবেক প্রধান বিচারপতি গত ৪ জুলাই ফোর্ট এরি সীমান্ত হয়ে কানাডায় প্রবেশ করেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয়ের আবেদন জমা দেন। আবেদনে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে তিনি সরকারের সঙ্গে টানাপড়েনের প্রসঙ্গ উল্লেখ করেন। 

দ্য স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে এসকে সিনহা বলেন, ‘আমাকে টার্গট করা হয়েছে কারণ বিচারক হিসেবে আমি ছিলাম একজন সক্রিয়। আমি যেসব রায় দিয়েছি তাতে আমলাতন্ত্র, প্রশাসন, রাজনীতিবিদ, এমনকি সন্ত্রাসীরাও ক্ষিপ্ত হয়েছে। আমি এখন নিজের দেশেই অবাঞ্ছিত।’

তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে পত্রিকাটিকে কানাডার বাংলাদেশি হাইকমিশনার মিজানুর রহমান বলেছেন, ‘দেশ ছাড়ার পর থেকেই তিনি (সিনহা) সরকারের সম্পর্কে এ ধরনের বক্তব্য দিয়ে আসছেন, যেগুলো সঠিক নয়। তার দেশে ফেরার ক্ষেত্রেও কোনো বাধা বা হুমকি নেই। তিনি এসব কথা বলছেন শুধু তার রাজনৈতিক আশ্রয়ের দাবি পোক্ত করার জন্য।’

কানাডার টরন্টো থেকে প্রকাশিত অন্য একটি পত্রিকা কুরিয়ারের খবরে বলা হয়েছে, সিনহার সঙ্গে তার স্ত্রী সুষমাও কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি