ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের কম্বল তৈরীর কারিগরদের
প্রকাশিত : ০৯:৫৮, ১৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৫৮, ১৭ নভেম্বর ২০১৬
শীতের শুরুতেই ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের ঝুট কাপড় থেকে কম্বল তৈরীর কারিগরদের। এবার তারা তৈরি করছে শিশুদের শীত পোষাকও। গত কয়েক বছরে এই শিল্পে কর্মসংস্থান হয়েছে এলাকার বিভিন্ন বয়সীদের। পাশাপাশি স্বল্পমূল্যে শীতের কাপড়ও পাচ্ছে সাধারন মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, উদ্যোগ নিলে সারা দেশে শিল্পটির প্রসার ঘটবে।
শীতকে ঘিরে জমজমাট সিরাজগঞ্জের কাজিপুরের কম্বল শিল্প এলাকা। ঝুট কাপড় দিয়ে কম্বল আর শীত পোশাক তৈরিতে ব্যস্ত শ্রমিকরা।
পোষাক তৈরি শিল্পের অব্যবহৃত টুকরো-টুকরো কাপড়ে তৈরি হচ্ছে বাহারি কম্বল। এবার যোগ হয়েছে তোষক আর শিশুদের শীতের পোষাক।
কাজিপুর উপজেলার প্রায় ৫০টি গ্রামের মানুষ সম্পৃক্ত শীতবস্ত্র তৈরির সাথে। অন্যান্য কাজের ফাঁকে কম্বল কিংবা পোষাক তৈরি করে প্রতিদিন আয় করছেন ১০০ থেকে ২০০ টাকা।
দাম কম আর ভালো শীত নিবারক হওয়ায় চাহিদা রয়েছে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে। পাইকারী বিক্রির জন্য শিমুলদাইর গ্রামে গড়ে উঠেছে হাট।
ঝুট কাপড়ের দাম নিয়ন্ত্রণ আর পৃষ্টপোষকতা পেলে এই শিল্পের আরো প্রসার ঘটবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি।
এই শিল্পের সম্প্রসারিত হলে বাড়ালে বাড়বে কর্মসংস্থান, নিন্ম আয়ের মানুষ পাবে ক্রয়ক্ষমতার মধ্যে শীতবস্ত্র।
আরও পড়ুন










