ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে ৩ হাজার কোটি টাকার প্রকল্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ২৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানিয়ে কৃষিমন্ত্রী ড মো: আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষকের কল্যাণের কথা বিবেচনা করে কৃষির উৎপাদন খরচ কমানো এবং যান্ত্রিকীকরণ অপরিহার্য। এর জন্য ৩ হাজার ২শ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার।

আজ রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক এডিপি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি  একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন,প্রকল্প সঠিক সময় বাস্তবায়ন করতে দেশ প্রেম, নিষ্ঠা, আন্তরিকতা ও সততা প্রয়োজন। খাদ্যে ভারী মাত্রায় মেটাল ও ভেজাল নির্ণয়ে কৃষি মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তরকে অ্যক্রিডেটেড ল্যাবরেটরি স্থাপনের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী।

তিনি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে মাসিক এডিপি সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ তাগিদ দেন।

কৃষিমন্ত্রী বলেন, এ মন্ত্রনালয় অধীন যারা তাদের নিজেদের তাগিদে দপ্তরের এই কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যদিকে তরুণ বিজ্ঞানীদের উদ্যোমকে কাজে লাগিয়ে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করার পাশাপাশি কার্যকরী সুফল পেতে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে বলেও জানা তিনি।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি