আড়াই কোটি ডলারের বিনিময়ে অবশেষে তিন মামলা থেকে মুক্তি পেলেন ট্রাম্প
প্রকাশিত : ১১:২৯, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:২৯, ১৯ নভেম্বর ২০১৬
আড়াই কোটি ডলারের বিনিময়ে অবশেষে ট্রাম্প ইউনিভার্সিটির তিন মামলা থেকে মুক্তি পেলেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল জানান, প্রায় এক বছর পর ট্রাম্প ইউনিভার্সিটির ৬ হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের ক্ষতিপূরণ পাচ্ছে। শিক্ষার্থীদের মিথ্যা আশ্বাস দেয়া ও প্রতিশ্র“তি ভঙ্গের অভিযোগে গেল বছর নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প ইউভার্সিটির বিরুদ্ধে তিনটি মামলা করে শিক্ষার্থীরা। এরমধ্যে ২৮ নভেম্বর একটি মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। এদিকে নতুন সরকারের অ্যাটর্নি জেনারেল পদে জেফ সেশসন, জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হিসেবে মাইকেল ফ্লিন ও সিআইএ’র পরিচালক পদে মাইক পম্পেইওকে নির্বাচিত করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রদায়িকতা, বর্ণবাদ, নির্যাতন ও অভিবাসন ইস্যুতে তিনজনই বিতর্কিত।
আরও পড়ুন










