ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

রোনালদোর হ্যাটট্টিকে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১০:০৬, ২০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:০৬, ২০ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

লা লিগায় রোনালদোর হ্যাটট্টিকে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। হ্যাট্রিকের রাতে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের অনন্য রেকর্ডও গড়েন সিআর সেভেন। অ্যাটলোটিকোর মাঠে ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ২৩ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন রেনালদো। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলতে থাকে জিদানের শিষ্যরা। ম্যাচের ৭১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রোনালদো। এর ৬ মিনিট পরই ক্যারিয়ারের ৩৯তম গোল হ্যাট্ট্রিক পূরণ করেন সিআর সেভেন। এরইসাথে মাদ্রিদ ডার্বিতে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন রোনালদো। এর আগে ১৭ গোল নিয়ে মাদ্রিদ ডার্বির সর্বোচ্চ গোলের মালিক ছিলেন একসময়ের রিয়াল তারকা আলফ্রেডো ডি স্টিফানি। অ্যাটলেটিকোর সঙ্গে এই জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে জিদানের রিয়াল মাদ্রিদ। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি