ঢাকা, বৃহস্পতিবার   ২৪ জুলাই ২০২৫

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা আজ থেকে শুরু

প্রকাশিত : ১২:৩৯, ২০ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:৩৯, ২০ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সারাদেশে আজ শুরু হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা। এ বছর ৩২ লাখ ৩০ হাজার ২শ’ ৮৮ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে প্রাথমিকে ২৯ লাখ ৩০ হাজার ৫শ’ ৭৩ জন ও ইবতেদায়ীতে ২ লাখ ৯৯ হাজার ৭শ’ ১৫ জন শিক্ষার্থী রয়েছে। প্রথম দিনে হবে ইংরেজি পরীক্ষা। সকাল ১১টা পরীক্ষা শুরু হয়ে  চলবে দুপুর দেড়টা পর্যন্ত। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হবে। দেশের ৭ হাজার ১শ’ ৯৪টি ও বিদেশের ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এবছরও পরীক্ষায় নকল রোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি