ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৮:৫৩, ১৬ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৫৩, ১৬ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি আবদুল হামিদ ৪৫তম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। বুধবার বঙ্গভবনের সবুজ চত্বরে ওই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বীর মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠ পদক লাভকারীদের পরিবারের সদস্যরা ছাড়াও স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া ভারত ও রাশিয়ার সাবেক যোদ্ধারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা, কূটনীতিক, তিন বাহিনীর প্রধানরা, সংসদ সদস্য ও জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারাসহ বেসামরিক ও সামরিক শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যোগ দেন শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, জ্যেষ্ঠ সাংবাদিক, শিল্পী ও বিশিষ্ট নাগরিকরাও।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি