ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

আজ আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ

প্রকাশিত : ১১:৫৯, ২৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৯, ২৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পাঁচ দিন বিরতির পর আজ আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২১তম রাউন্ডে দিনের প্রথম ম্যাচে শেখ রাসেলের মুখোমুখি হবে আরামবাগ। ২০ ম্যাচ শেষে ৬ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে রয়েছে শেখ রাসেল। আর সমান ম্যাচে এক পয়েন্ট কমে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে অবস্থান করছে আরামবাগ। দিনের অন্যম্যাচে, একই ভেন্যুতে শেখ জামালের বিপক্ষে লড়বে মোহামেডান। ৩০ পয়েন্ট নিয়ে শেখ জামাল রয়েছে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে। আর ১০ নম্বরে থাকা মোহামেডানের পয়েন্ট ১৮।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি