ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

৯১ আরোহী নিয়ে রাশিয়ার একটি বিমান নিখোঁজ

প্রকাশিত : ১২:৩২, ২৫ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১২:৩২, ২৫ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সিরিয়ার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর ৯১ আরোহী নিয়ে রাশিয়ার একটি বিমান নিখোঁজ হয়েছে। এরইমধ্যে বিমানটির সন্ধানে কাজ শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৫টার দিকে সোচি রিসোর্ট থেকে সিরিয়ার লাতাকিয়া সামরিক ঘাঁটির উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল টিইউ- ওয়ান-ফাইভ-ফোর নামে বিমানটি। উড্ডয়নের ২০ মিনিটের মাথায় কৃষ্ণ সাগরের ওপরে এসে রাডার থেকে হারিয়ে যায় এটি। ৯১ আরোহীদের মধ্যে ৮৩ জন যাত্রী ও ৮ জন ক্রু। সামরিক কর্মকর্তাদের পাশাপাশি ৯ জন সাংবাদিক ও সঙ্গীতশিল্পীও রয়েছেন বিমানে। নতুন বছর উদযাপন উপলক্ষ্যে লাতাকিয়া ঘাঁটিতে কনসার্টে যোগ দেয়ার কথা ছিল তাদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি