ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

জেলা পরিষদ নির্বাচন আগামীকাল

প্রকাশিত : ১৩:১২, ২৭ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১২, ২৭ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

আগামীকাল প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে এরইমধ্যে মধ্যরাতে শেষ হয়েছে প্রচারণার কাজ। আগামীকাল সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে ভোটার স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা। প্রতিটি জেলায় একজন জেলা পরিষদের চেয়ারম্যান এবং ১৫ জন সাধারণ ও পাঁচজন সংরক্ষিত নারী সদস্য পদে ভোট হবে। তিন পার্বত্য জেলা বাদে ৬১টি জেলায় এ নির্বাচন হওয়ার কথা থাকলেও ২২টি জেলায় এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্রগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি