ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের স্পষ্ট ধারণা দিতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১৬:৩৯, ২৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩৯, ২৯ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

স্কুলের শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে শিক্ষকদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পঞ্চম শ্রেণীর সমাপনী, অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহন করে এ’কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন। বৃহস্পতিবার গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন। পরে ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরাও নিজ নিজ বোর্ডের ফলাফল তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় এবার পাস করেছে ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী। এ’সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলের শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে শিক্ষকদের প্রতি আহবান জানান। বোর্ড পরীক্ষার ভীতি কাটাতে প্রাথমিক স্কুল পর্যায় থেকে এই পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। প্রাথমিক স্কুল পর্যায়েই শিক্ষার শক্ত ভীত গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে কাজ করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি