ঢাকা, রবিবার   ২৭ জুলাই ২০২৫

জামালপুরে সরিষার ব্যাপক আবাদ

প্রকাশিত : ১৬:৩৮, ২৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৬:৩৮, ২৯ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

জামালপুরের চরাঞ্চলে এবার সরিষার ব্যাপক আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন চাষীরা। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মওসুমে জেলায় ২০ হাজার ৩শ’ ৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ। মাঠ ভরে গেছে হলুদ ফসলে। জামালপুরের চরাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় চাষ হয়েছে সরিষার। সময় আর খরচ দুটিই কম লাগায়, কৃষক এখন ঝুঁকছে সরিষা চাষে। একইসাথে এ’বছর কুয়াশা তুলনামূলক কম থাকায় ভালো ফলনের আশা করছেন চাষীরা। কৃষি বিভাগ জানিয়েছে, এই অঞ্চলে বারী-৭, ৯ এবং ১৪ জাতের সরিষার চাষ বেশি হচ্ছে। সহজে বীজ পাওয়া গেলে জামালপুরে সরিষার আবাদ আরো বাড়বে বলে জানান চাষীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি