ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

ব্র্যাড হজের জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:৩০, ২৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৩০, ২৯ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ব্র্যাড হজ অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার।  ব্র্যাড হজ ছিলেন মূলত একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। আর দলের প্রয়োজনের সময় স্পিন বলও করতেন তিনি। ব্র্যাড হজ জন্মগ্রহণ করেন ১৯৭৪ সালের ২৯শে ডিসেম্বর। পুরো নাম ব্রাডলি জন হজ। তবে ব্র্যাড হজ নামেই পরিচিত তিনি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জয় করেছেন হাজারো দর্শকরে মন। ব্র্যাড হজ ক্রিকেট বিশ্বে নান্দনিক ব্যাটিং দিয়ে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হজ। ভিক্টোরিয়ার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে পথচলা শুরু করেন ১৯৯৩ সালে। এরপর লংকাশায়ার, লিসেস্টারশায়ার, দারহাম, কলকাতা নাইট রাইডার্স ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বরিশাল বার্নাস, মেলবোর্ন স্টার্সসহ বিভিন্ন দেশের একাধিক ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন এই অজি ব্যাটসম্যান। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের প্রতিভার সাক্ষর রেখে ২০০৫ সালে জায়গা করে নেন জাতীয় দলে। ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ার অভিষেক হয় তার। সে বছরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ক্যারিয়ার সেরা ২০৩ রান। ব্রাড হজ তার ক্রিকেট ক্যারিয়ারে খেলেছেন ৬ টেস্ট। ৫৫.৮৮ গড়ে রান করেছেন ৫০৩। টেস্টের পর সেবছরেই ওয়ানডেতে প্রথম মাঠে নামেন তিনি। রঙ্গিন পোশাকেও মাঠ মাতিয়েছেন এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেছেন ২৫ ওয়ানডেতে। এক সেঞ্চুরি আর তিনটি হাফ সেঞ্চুরিতে করেছেন ৭৮৬ রান। ক্যারিয়ার সেরা অপরাজিত ১২৩ রান। সর্বশেষ ২০১২ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ব্রাড হজ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি