ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

রেডিও ট্রান্সমিটারসহ ল্যাপটপ, নোটবুক ও নগদ ২ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার

প্রকাশিত : ১৮:৪৬, ২৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ২৯ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানার জালাল খান চৌধুরী সড়ক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভাবে ব্যবহার করা রেডিও ট্রান্সমিটারসহ ল্যাপটপ, নোটবুক ও নগদ ২ লাখ ৪৪ হাজার টাকা উদ্ধার করেছে র‌্যাব-৭ এর একটি দল। গোপন সুত্রে খবর পেয়ে মা মনি ভিলা নামে একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় দেবাশীষ দাস নামে একজনকে আটক করা হয়। র‌্যাব জানায়, সংঘবদ্ধ একটি চক্র সরকারি অনুমতি ছাড়াই এফ এম রেডিও ট্রান্সমিটার ব্যবহার করছে এবং কমিউনিকেশন ডিভাইস ব্যবহার করে বিপুল পরিমান অর্থ বিদেশে পাচার করছে এই খবর পেয়ে তারা অভিযান চালায়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে থানায় মামলা করেছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি