ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট রাঙামাটি ইউনিটের কার্যক্রম সম্পর্কে সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন

প্রকাশিত : ১৮:৩৭, ২৯ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩৭, ২৯ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট রাঙামাটি ইউনিটের কার্যক্রম সম্পর্কে  সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামের দরিদ্র মানুষের আইনী সহায়তার পাশাপাশি এডভোকেসী ও সচেতনতার লক্ষ্যে ব্লাস্ট রাঙামাটিতে তার কার্যক্রম চালাচ্ছে। গত এক বছরে ১৫৭টি অভিযোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ৮০টি অভিযোগ সালিশের মাধ্যমে নিষ্পত্তি এবং মামলার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে ৬৭টি। এছাড়া সালিশ ও আদালতের মাধ্যমে ২০ লাখ টাকার ক্ষতিপূরণ আদায় করা সম্ভব হয়েছে। এসময় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ব্লাস্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি