ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে অবস্থানরত ৩৫ জন রুশ কূটনীতিককে ৭২ ঘণ্টার মধ্যে ফিরে যাবার নির্দেশ

প্রকাশিত : ১১:৫৮, ৩০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৮, ৩০ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। তাদের সবাইকে ৭২ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাবার নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে রুশ গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত নয়টি সংস্থা ও ব্যক্তির ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া মেরিল্যান্ড এবং নিউ ইয়র্কে গোয়েন্দা তথ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত দুটি রুশ কম্পাউন্ডও বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি এবং হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা রুশ হ্যাকারদের কবলে পড়েছিল, এমন অভিযোগের পর বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবার প্রতিশ্র“তি দিয়েছিলেন। তবে রাশিয়া এসব অভিযোগ নাকচ করে দিয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি