ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

‘গণতন্ত্র রক্ষা’ দিবস পালনে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন হানিফ

প্রকাশিত : ১৭:১৪, ৩০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:১৪, ৩০ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পাঁচ জানুয়ারিকে ‘গণতন্ত্র রক্ষা’ দিবস হিসেবে পালনে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। একইদিনে বিএনপি’র ‘গণতন্ত্র হত্যা দিবস’ এর কর্মসূচি দেশের সাধারণ মানুষ রুখে দেবে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় প্রস্তুতির বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় মাহবুব উল আলম হানিফ এ’সব কথা বলেন। দিবসটি উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করতে নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি