ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

নির্বাচন কমিশন গঠনে আইন করার কোনো প্রস্তাব দেয়নি বিএনপি

প্রকাশিত : ১৭:২৬, ৩০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৭:২৬, ৩০ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন গঠনে বিএনপি আইন করার কোনো প্রস্তাব দেয়নি বলে দাবি করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুরে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে সব নির্বাচনই একতরফা হয়েছে। এদিকে রাজধানীতে এক আলোচনায় অংশ নিয়ে দলের ভাইস চেয়াম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের বিকল্প নেই। সকালে রংপুরের পর্যটন মোটেলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অভিযোগ করেন বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। আলোচনায় উঠে আসে ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে দেওয়া বিএনপির প্রস্তাবের প্রসঙ্গ। এদিকে রাজধানীতে আরেক আলোচনায় অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আপসের রাজনীতি না করে রাজপথে নামতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি