৮টি নৌকা এবং উখিয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে ১৭ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে ফেরত পাঠিয়েছে বিজিবি
প্রকাশিত : ১৩:১১, ৩১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১১, ৩১ ডিসেম্বর ২০১৬
কক্সবাজারে টেকনাফের নাফ নদী থেকে রোহিঙ্গা বোঝাই ৮টি নৌকা এবং উখিয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে ১৭ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
কক্সবাজার বিজিবি জানায়, <ংঃৎড়হম>সকালে অনুপ্রবেশের চেষ্টার সময় ১৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়। তাদের মধ্যে ৫ জন নারী, ৮ শিশু ও ৪ জন পুরুষ। চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত স্থল সীমান্ত দিয়ে ৪শ’ ৩৬ জনকে ফেরত পাঠিয়েছে বিজিবি। অন্যদিকে, টেকনাফ বিজিবি জানায়, ভোরে নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই ৮টি নৌকা ফেরত পাঠানো হয়। এ’ নিয়ে চলতি ডিসেম্বর মাসে ২৪০টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হলো।
আরও পড়ুন