ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

বর্ণিল উৎসবে নতুন বছরকে বরণ করেছে বিশ্ববাসী

প্রকাশিত : ১৫:০৫, ১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০৫, ১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বর্ণিল উৎসবে ২০১৬কে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করলো বিশ্ববাসী। দেশে দেশে আতশবাজির আলোকচ্ছটায় রঙিন হয় নতুন বছরের আকাশ। সব দেশেই বর্ষবরণের অনুষ্ঠানে ছিলো কড়া নিরাপত্তা। এশিয়া-অস্ট্রেলেশিয়াতেই প্রথম শুরু বর্ষবরণের আনুষ্ঠানিকতা। নগরে নগরে আতশবাজির ঝলকানি। দক্ষিণ কোরিয়ার সিউলে জংগাক স্কয়ারে জড়ো হয় হাজারো মানুষ। ঘড়ির কাটায় ১২টা ১ মিনিট এক সেকেন্ডে শুরু হয় উৎসব। মালয়েশিয়ার কুয়ালালামপুরের টুইন টাওয়ার ঘিরে হাজির হয় হাজারো মানুষ। আলোর ঝলকানিতে আকাশে নানা রং। অস্ট্রেলিয়ার সিডনি হারবারেও নানা রঙের খেলা। জার্মানিতে কড়া নিরাপত্তার মধ্যে বার্লিনের ব্রানডেনবার্গ গেটে নতুন বছরকে স্বাগত জানান জার্মানরা। রাশিয়ার ক্রেমলিন ও মোসকাভ নদী ঘিরে জমে ওঠে উৎসব। সে সাথে ছিলো আতশবাজির আলোকচ্ছটা। নতুন বছরকে স্বাগত জানিয়েছে লন্ডনবাসি। ছিলো আতশবাজির উৎসব। দুবাইয়ে ইংরেজি নতুন বছরকে বরণ করতে বিশ্বের সবচে উচু ভবন বুর্জ খলিফার আশেপাশে জড়ো হয় কয়েক হাজার মানুষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি