ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫

সাভারে ৩ দিনের কর্মসোপান পাটাতন প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত : ১৯:০৪, ১৮ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:০৪, ১৮ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

শিক্ষাজীবনেই কর্মক্ষেত্রে প্রবেশের একটি পাটাতন তৈরি করে দিচ্ছে এপিআইটি ফাউন্ডেশন। এ লক্ষ্যে সাভারের শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্রে পঞ্চমবারের মতো শুরু হয়েছে ৩ দিনের কর্মসোপান পাটাতন প্রশিক্ষণ কর্মশালা। যোগ্যতা অনুযায়ি চাকরী নিশ্চিত করতে কর্মশালায় সহযোগিতা করছে কয়েকটি শিল্পগ্রুপ। প্রতিবছর ২২ লাখ শিক্ষিত কর্মী সৃষ্টি হলেও কর্ম সংস্থান হয় মাত্র দশ লাখের। বাকী ১২ লাখ থেকে যায় বেকার। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং বৈদেশিক কর্মসংস্থানে এ সংখ্যা আরো কিছুটা কমে। তবুও বেকার থেকে যায় আট লাখের মতো মানুষ। এ অবস্থায় দক্ষ, যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের কর্মসংস্থানের পাটাতন তৈরি করে দিচ্ছে এপিআইটি ফাউন্ডেশন। সাভারে শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্রে কর্মসোপান পাটাতন শিরোনামে এ কর্মশালায় যোগ দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চাকরীর সুযোগ সৃষ্টি করে দিতেই এ উদ্যোগ। এ উদ্যোগের সাথে যোগ দিয়েছে দেশের কয়েকটি শিল্পগ্র“প। কর্মশালার উদ্বোধন করে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, বেকারত্ব দূর করতে এই উদ্যোগ ভূমিকা রাখবে। কর্মশালা শেষে বেশ কয়েকজন শিব্ধসঢ়;ষার্থীকে কাজের সুযোগ করে দেবে মাইক্রোসফ্ধসঢ়;ট বাংলাদেশ, সিআরআই, ইয়ং বাংলা, ইউনাইটেড ও টিকে গ্রুপ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি