নওগাঁর তিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা দিয়ে নজির গড়েছেন সেখানকার চিকিৎসকরা
প্রকাশিত : ০৯:৩৯, ১৯ জানুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৩৯, ১৯ জানুয়ারি ২০১৭
জনবল সংকট থাকলেও নওগাঁর তিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা দিয়ে নজির গড়েছেন সেখানকার চিকিৎসকরা। বিকেলে সেবা পেয়ে খুশি স্থানীয়রা। সারাদেশের সব স্বাস্থ্যকেন্দ্রে বৈকালিক সেবা চালু হলে তৃণমূল মানুষেরা সহজেই চিকিৎসা সেবা পাবে বলে মনে করেন চিকিৎসকরা।
নওগাঁর মান্দা উপজেলায় প্রায় দুই বছর আগেই চালু হয় বৈকালিক স্বাস্থ্য সেবা। সিভিল সার্জন ডাক্তার মোজাহার হোসেনের উদ্যোগে এই সেবা চালু হয়।
এর মাস দুয়েক পর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গত বছরের পহেলা অক্টোবর পতœীতলায়ও চালু হয় বৈকালিক সেবা। এর পর থেকে প্রায় সারাদিনই খোলা থাকছে বহি:র্বিভাগ। খুব সহজেই চিকিৎসকদের পরামর্শ ও ওষুধ পেয়ে খুশি গ্রামের সাধারণ মানুষ ।
কেন্দ্রগুলোতে চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও ডাক্তার-নার্সদের স্ব-উদ্যোগে চলছে সেবাদান কার্যক্রম। সেবা দিতে পেরে খুশি ডাক্তাররাও।
সিভিল সার্জন জানালেন, তিনটি স্বাস্থ্য কেন্দ্রে গত এক বছরে বৈকালিক সেবা নিয়েছেন প্রায় ৫০ হাজার রোগি।
বৈকালিক এ সেবায় সবচে বেশি উপকার পাচ্ছেন গ্রামের খেটে খাওয়া মানুষেরা।
আরও পড়ুন