ঢাকা, বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬

ক্যান্সার প্রতিরোধে আঞ্চলিক হাসপাতাল গড়ে তোলার আহ্বান

প্রকাশিত : ১৯:৫৩, ৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৫৩, ৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ক্যান্সার প্রতিরোধে ৮টি বিভাগীয় শহরে আঞ্চলিক হাসপাতাল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করে ক্যান্সার প্রতিরোধ গবেষণা কেন্দ্র ও সহযোগী সংগঠনগুলো। ক্যান্সার পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার। ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর নিয়ন্ত্রণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। একইসঙ্গে ক্যান্সারের জন্য ইন্স্যুরেন্স পলিসি চালুর আহ্বান জানানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি