ঢাকা, শুক্রবার   ০১ আগস্ট ২০২৫

সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় আটক পৌর মেয়রকে আদালজে হাজির করা হবে আজ

প্রকাশিত : ১৮:২৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:২৪, ৬ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

  সিরাজগঞ্জে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ঘটনায় গ্রেফতার শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুকে আজ সোমবার আদালতে হাজির করা হবে। গত রোববার রাতে রাজধানীতে  গ্রেফতারের পর মিরুকে সিরাজগঞ্জে নেয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার অভিযোগ এড়িয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে। এদিকে, মিরুর হত্যকারীদের দ্রুত বিচার চেয়েছেন নিহতের স্বজন-সহকর্মীরা। সিরাজগঞ্জের আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষে সময় দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার ঘটনায়, শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মিরুকে রোববার রাতে রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করে পুলিশ। রাতেই তাকে নেয়া হয় সিরাজগঞ্জে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরু হত্যাকান্ডের অভিযোগ এগিয়ে গেছেন বলে জানিয়েছে, পুলিশের কর্মকর্তারা। হত্যার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য, মিরুকে রিমান্ডে আনার আবেদন করে দুপরে তাকে আদালতের হাজির করা হবে। শিমুলের মরহেদের ময়না তদন্তে পাওয়া আলামত ডিএনএ ও ব্যালস্টিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে, মেয়র মিরু গ্রেফতার হওয়ার সন্তোষ জানিয়েছে নিহত সাংবাদিক শিমুলের পরিবারের সদস্যরা। অভিযুক্ত মিরু সর্বোচ্চ শাস্তির আশা তাদের। সাংবাদিক শিমুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন তার সহকর্মী ও স্থানীয়রা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি