ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

একুশে গ্রন্থমেলার শিশু প্রহরে ঘুরে বেড়িয়েছে ক্ষুদে পাঠকরা

প্রকাশিত : ১৮:১১, ১৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১১, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

একুশে গ্রন্থমেলার শিশু প্রহরে মা-বাবার হাত ধরে সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমি প্রাঙ্গনে ঘুরে বেড়িয়েছে ক্ষুদে পাঠকরা। বিভিন্ন স্টল ঘুরে কিনেছে পছন্দের বই। রং-বেরংয়ের মলাটে একসাথে বিভিন্ন ধরণের বই পেয়ে খুশি তারা। অভিভাবকরা বললেন, শিশুর মানস গঠন, সর্বোপরী জ্ঞান নির্ভর জাতি গঠনে শিশু প্রহর ইতিবাচক ভূমিকা রাখবে। এভাবেই অমর একুশে গ্রন্থমেলার শিশু প্রহরে বাবা-মা’র হাত ধরে মেলা প্রাঙ্গনে প্রবেশ করে শিশুরা। কার্টুনের জনপ্রিয় চরিত্রগুলো ছাপার অক্ষরে পেয়ে উল্লাসে মেতে উঠে তারা। শিশু-কিশোরদের কেউ কেউ প্রথমবারের মত বইমেলায় আসায় একটু বেশি আনন্দিত। বই পড়ার প্রতি আকৃষ্ট করা ছাড়াও নাগরিক জীবনের সংকীর্ণতা দূর করতে গ্রন্থমেলা ভূমিকা পালন করছে বলে, জানালেন অভিভাবকরা। বিক্রেতারা বললেন, গত বছরের তুলনায় এবার বই বিক্রি বেশি হচ্ছে। এদিকে, গান, কবিতার আসর শিশু প্রহরে যোগ করে ভিন্ন মাত্রা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি