তোয়াব খান পেলেন এবিএম মুসা আজীবন সম্মাননা
প্রকাশিত : ১৯:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
প্রবীণ সাংবাদিক দৈনিক জনকন্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান পেলেন এবিএম মুসা আজীবন সম্মাননা ।
জাতীয় প্রেসক্লাবের এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশন উদ্যোগে প্রয়াত সাংবাদিক এবিএম মূসার ৮৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়। বিশিষ্ট কলামিষ্ট আবুল মকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবাদপত্রে বাংলা ভাষা ও শব্দের প্রয়োগ নিয়ে স্মারক বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর। বক্তারা প্রয়াত এবিএম মূসার কর্মজীবন নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন