জয় পেয়েছেন ডেভিড গোফিন
প্রকাশিত : ১৯:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
মেক্সিকানো টেলসেল টেনিসের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন পঞ্চম বাছাই ডেভিড গোফিন ।
মেক্সিকোতে শুরু থেকেই ফ্রান্সের স্টেফেন রবার্টের উপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকেন পঞ্চম বাছাই বেলজিয়ামের ডেভিড গোফিন। প্রথম সেটে ৬-১ গেমে সহজেই জেতেন তিনি। দ্বিতীয় সেটে প্রতিরোধের চেস্টা করেন স্টেফেন রবার্ট। তবে গোফিনের পাওয়ার শট ও প্লেসিংয়ের সামনে কুলিয়ে উঠতে ব্যর্থ হন তিনি। ৬-২ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন এ ফ্রান্সের টেনিস তারকা। এই জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেন ডেভিড গোফিন।
আরও পড়ুন