ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে দিলো যুক্তরাষ্ট্রের একটি আদালত
প্রকাশিত : ১০:৫৮, ১৬ মার্চ ২০১৭ | আপডেট: ১০:৫৮, ১৬ মার্চ ২০১৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞা আটকে দিলো যুক্তরাষ্ট্রের একটি আদালত।
হাওয়াই অঙ্গরাজ্যের এক ফেডারেল বিচারক ট্রাম্পের এই নির্বাহী আদেশ স্থগিত করেন। বৃহস্পতিবার মাঝরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিলো। ক্ষমতা গ্রহণের পর এক নির্বাহী আদেশে সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। নিষেধাজ্ঞাটি আইনি চ্যালেঞ্জে হেরে যাওয়ার পর সম্প্রতি দ্বিতীয় দফায় নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়। নতুন নিষেধাজ্ঞায় ইরাককে বাদ দিলেও অপর ছয়টি দেশের নাগরিকদের জন্য তা বহাল রাখা হয়।
আরও পড়ুন










