ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল পাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ১ ফেব্রুয়ারি ২০২১

চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা, সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নে প্রয়োজনীয় বিধান করে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল-২০২১ সংশোধিত আকারে পাস করা হয়েছে। আজ সোমবার সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বিলটি পাসের প্রস্তাব করেন।

এ বিলে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, মঞ্জুরি কমিশনের পরিদর্শন, এখতিয়ার, শিক্ষাদান পদ্ধতি, উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিন, প্রক্টর, প্রাধ্যক্ষ, গ্রন্থাগারিক, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (হাসপাতাল) প্রধান প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, সিন্ডিকেট, একডেমি কাউন্সিল, পরিকল্পনা উন্নয়ন কমিটি গঠন, অনুষদ, পাঠক্রম, বোর্ড অব স্টাডিজ, অর্থ কমিটি, নির্বাচনি বোর্ড, নৈতিকতা কমিটি, শৃঙ্খলা কমিটি, হাসপাতাল উন্নয়ন কমিটি গঠন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি, বিশ্ববিদ্যালয়ের তহবিল, বাৎসরিক প্রতিবেদন, হিসাব ও নিরীক্ষা, কমিটি গঠনের ক্ষমতা, অধিভূক্ত হওয়ার বিধান, বিধি-প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধান করা হয়েছে।

বিলটির ওপর জাতীয় পার্টির ফখরুল ইমাম, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, রুমীন ফারহানা, গণফোরামের মোকাব্বির খান ও স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে ৫টি সংশোধন প্রস্তাব গ্রহণ করা হয়। বাকী প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। -বাসস।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি