ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ৪ মার্চ ২০২১ | আপডেট: ১১:৪৬, ৪ মার্চ ২০২১

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক দিনের সফরে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় আসেন।

বিএএফ বাশার ঘাঁটিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁকে স্বাগত জানান। মূলত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত করতেই এস জয়শঙ্কর ঢাকায় এসেছেন। 

ঢাকা সফরের শুরুতে এস জয়শঙ্কর আজ দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। দুপুরের পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে ভারতীয় হাইকমিশনে নাগরিক সমাজের একটি প্রতিনিধিদলের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।

পূর্বে থেকে নির্ধারিত রুটিন কাজ শেষে আজ রাতেই দিল্লি ফিরে যাবেন এস জয়শঙ্কর।

প্রসঙ্গত, দুদিনের সফরে আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি