ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

রম্য সাহিত্যে বুদ বইমেলার পাঠককুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৬, ১০ মার্চ ২০২২ | আপডেট: ২১:২৮, ১০ মার্চ ২০২২

যুক্তিতর্কের বন্ধন নেই, আছে আবেগ ও অনুভূতি। থাকে চটকদার কথার ফুলঝুরি। সরলভাবে বলতে গেলে, রম্য কল্পনার স্পর্শযুক্ত রচনাই রম্য সাহিত্য। প্রাণের বই মেলায় রম্য সাহিত্যের কাটতিও কম নয়। রম্য রচনায় বুদ হতে পাঠক ঘেটেঘুটে দেখছেন রম্য লেখকদের বই।

ফরাসী শব্দ বেললেতর শব্দের প্রতিরূপ রম্য রচনা। যার অর্থ দাঁড়ায়- হাল্কা শিল্পরীতির রস সাহিত্য। রম্যরচনা শব্দটির আভিধানিক অর্থ রমনীয় বা সুন্দর।

বাংলা সাহিত্যেও রম্য রচনাও গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সমাজের জটিল কঠিন বিষয়গুলো উপস্থাপন করা হয় হাস্যরসে। সমাধানের পথও বাতলে দেন রম্য লেখকরা।

রম্য সাহিত্য নিয়ে আগ্রহের কমতি নেই তরুণদেরও। তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন সামাজিক মাধ্যমেও চলছে রম্য সাহিত্যের চর্চা।

প্রতিবছর বইমেলায় সাধারণ বইয়ের পাশাপাশি রম্য রচনার নতুন বই প্রকাশ হচ্ছে। পাশাপাশি আসছে পুরোনো বইয়ের নতুন সংস্করণও।
 
এবারের মেলার ২৪তম দিনে ৬৯টি নতুন বই প্রকাশ হয়েছে, যা নিয়ে এ পযর্ন্ত প্রকাশিত নতুন বইয়ের মোট সংখ্যা ২ হাজার ৪৬৮টি। প্রতিদিনের মতো স্বাস্থ্যবিধিতেও নজর ছিল আয়োজকদের।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি