ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

১২২ বছরের ইতিহাসে এমন ভয়াবহ বন্যা হয়নি: ত্রাণ প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩২, ১৮ জুন ২০২২

জরুরি সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান

জরুরি সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ১২২ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এমন ভয়াবহ বন্যা আর হয়নি। এই দুই জেলাসহ দেশের ১০ জেলার ৬৪ উপজেলা বন্যাকবলিত হয়েছে।

শনিবার (১৮ জুন) সন্ধ্যায় সচিবালয়ে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের সব সংস্থা একসঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী রাতেও না ঘুমিয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।

দেশের ১০ জেলার ৬৪টি উপজেলা বন্যাকবলিত উল্লেখ করে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। উদ্ধার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি