ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

গাড়ি বিস্ফোরণে ৪ বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ৪ অক্টোবর ২০২২ | আপডেট: ১৪:৩৯, ৪ অক্টোবর ২০২২

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

Ekushey Television Ltd.

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এর অপারেশন কার্যক্রম পরিচালনাকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়ি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পতিত হয়। এতে ঘটনাস্থলে ৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী গুরুতর আহত হন।

গত ৩ অক্টোবর (সোমবার) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ০৪ অক্টোবর ০১৩৫ ঘটিকা) এ দুর্ঘটনা ঘটে। 

আহত শান্তিরক্ষীরা হলেন- মেজর আশরাফুল হক, সৈনিক জসিম উদ্দিন, সৈনিক জাহাংগীর আলম এবং সৈনিক শরীফ হোসেন। 

আহত শান্তিরক্ষীদের অনতিবিলম্বে চিকিৎসা প্রদানকরতঃ উন্নত চিকিৎসার জন্য বুয়ারে স্থানান্তর করা হয়েছে। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অন্যান্য শান্তিরক্ষীগণ নিরাপদে আছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি