ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ বৃদ্ধি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৭, ৪ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে একই পদে পুনরায় ছয় মাস মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী রাষ্ট্রপতির প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১১ জানুয়ারি, ২০২৩ থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৬ মাস মেয়াদে একই পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।- বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি