ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

চিরনিদ্রায় শায়িত ডা. জাফরুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১০, ১৪ এপ্রিল ২০২৩ | আপডেট: ০৯:২৯, ১৫ এপ্রিল ২০২৩

চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী। নিজ হাতে গড়া প্রতিষ্ঠান সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের বাম পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে আজ শুক্রবার সকাল ১০টার দিকে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ থেকে গণস্বাস্থ্য পিএইচএ মাঠ প্রাঙ্গণে নেওয়া হয় ডা. জাফরুল্লাহর মরদেহ। সেখানে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবকসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।

পরে জুমার নামাজ শেষে পিএইচএ মাঠে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সবশেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রেই তার মরদেহ দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। সেখানে গার্ড অব অনার প্রদান করা হয়। দুপুর সাড়ে ১২টার পর রাজধানীর সোহরাওয়ার্দীর মাঠে নেওয়া হয় তার মরদেহ। সেখানে দুপুর আড়াইটায় জানাজা শেষে ডা. জাফরুল্লার পরিবার ঘোষণা দেয়, শেষবারের মতো শ্রদ্ধা জানিয়ে তাঁকে সাভারে দাফন করা হবে।

প্রসঙ্গত, ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি