ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

নুরের সঙ্গে কেএনএফের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে: র‍্যাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ২৪ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগের বিষয় খতিয়ে দেখছে র‍্যাব।

আজ সোমবার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেএনএফের ভেরিফাইড পেজে নুরকে নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। কেএনফের সঙ্গে যোগাযোগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য-উপাত্ত সামনে এসেছে। যোগাযোগ রয়েছে কি না বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, খতিয়ে দেখতে গোয়েন্দারা কাজ করছে।’

খন্দকার আল মঈন বলেন, ‘সুক্ষ্মভাবে যাচাই-বাছাইয়ের কাজ গোয়েন্দারা করছেন। কেএনএফের সঙ্গে নুরের সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তীতে বলা যাবে। বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কেএনফের ভেরিফাইড পেজে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সে ক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে।’

এ বিষয়ে সংবাদমাধ্যমকে নুরুল হক নুর বলেন, ‘এগুলো একবারে আজগুবি কথাবার্তা। এ ধরনের কোনো যোগাযোগ আমার নেই। এসব একেবারে অসত্য, উদ্ভট ও বানোয়াট।’
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি