ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে অপহৃত কলেজ ছাত্রীর খোঁজ না পাওয়ায় সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১২:৪০, ১৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৪০, ১৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Press Meetচট্টগ্রামে অপহরণের এক মাস পরও কলেজ ছাত্রীর খোঁজ না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন তার স্বজনরা। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে অপহৃতা ইসরাত জাহান এ্যানির বাবা এনামুল হক জানান, গেলো ১৬ মার্চ সকালে হালিশহর এলাকা থেকে সিটি কলেজে যাওয়ার পথে আব্দুর রশিদ ও তার কয়েকজন বন্ধু মাইক্রোবাসে করে এ্যানিকে তুলে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। তিনি জানান, ঢাকার মিরপুর ২ নম্বর সেকশনের আসামী আব্দুর রশিদের বাসায় অভিযান চালালেও পুলিশ তাকে ধরতে পারেনি। দ্রুত মেয়েকে উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতারের দাবি জানান এ্যানির বাবা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি