ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

পায়রা সমুদ্রবন্দরের কার্যক্রম শুরু হওয়ায় অর্থনৈতিক উন্নয়নে আশার আলো

প্রকাশিত : ১০:১৭, ১৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:১৭, ১৪ আগস্ট ২০১৬

পায়রা সমুদ্রবন্দরের কার্যক্রম শুরু হওয়ায় অর্থনৈতিক উন্নয়নে আশার আলো দেখছে দক্ষিণাঞ্চলের মানুষ। স্থানীয়রা খুশী সরকারের এই পদক্ষেপে। ব্যবসায়ীদের মধ্যেও বেড়েছে বন্দর ব্যবহারের আগ্রহ। তারা আশা করছেন, নতুন সমুদ্রবন্দরকে ঘিরে এলাকায় গড়ে উঠবে ব্যাপক কর্মসংস্থান। দেশের তৃতীয় সমুদ্রবন্দর হিসেবে, পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের কার্যক্রম শনিবার আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে ১৬ একর জায়গায় নির্মাণ করা হয়েছে জেটি, অত্যাধুনিক কনটেইনার ইর্য়াডসহ শুল্ক স্টেশন ও নিরাপত্তা ভবন। অন্যান্য অবকাঠামো উন্নয়নেরও কাজ চলছে জোরেশোরেই। পায়রা বন্দর চালু হওয়ায় এ অঞ্চলের অর্থনীতি পাল্টে যাওয়ার আশা করছেন স্থানীয়রা। ব্যবসায়ীদের আশা, পায়রা সমুদ্রবন্দর আগামীতে হয়ে উঠবে দক্ষিণের আমদানী-রপ্তানীর প্রাণকেন্দ্র। শুরুর দিকে স্বল্প পরিসরে পণ্য খালাস হলেও, অচিরেই বন্দরে গতি আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পায়রা বন্দর এলাকায় নানামুখী কর্মসংস্থানের স্বপ্ন এখন স্থানীয়দের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি