ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মারাত্মক গ্যাস সঙ্কট আর পানির আকালে নাকাল রাজধানীর পল্লবী

প্রকাশিত : ১০:০১, ২৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:০১, ২৪ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

মারাত্মক গ্যাস সঙ্কট আর পানির আকালে নাকাল রাজধানীর পল্লবীসহ বেশ কিছু এলাকার মানুষ। বদলেছে জীবনের রুটিন, বেড়েছে ঘরের অশান্তি। সময়ের রান্না আর গোসল হচ্ছে রাত-বিরাতে। পল্লবীর মুসলিমবাজার এলাকার গৃহিনী ফারজানা আর্ণিকার স্বস্তি-শান্তি কোনোটাই নেই। কারণ গেল দেড় বছর ধরে চলছে গ্যাসের সঙ্কট। সম্প্রতি এই সমস্যা আরও প্রকট হয়ে ছড়িয়ে পড়েছে মিরপুরের বেশ কিছু এলাকায়। সমস্যার উনুনে ঘি ঢেলেছে লাগাতার পানি সঙ্কট। দুয়ে মিলে জীবনের এক কঠিন সময় পার করছেন মিরপুরবাসী। গ্যাসের অভাবে ঠিকঠাক রান্না হয় না অধিকাংশ বাড়িতে। হোটেলের তেল-ঝোল খেয়ে অসুস্থ কেউ কেউ। আবার পানির অভাবে কারও কারও গোসল হচ্ছে দু’তিন দিন পর-পর। ঘটনা শুনেছেন ওয়াসা আর তিতাসের ব্যবস্থাপনা পরিচালক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি