ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ন্যায্য মূল্যে ধান কেনার দাবিতে জাবিতে মানববন্ধন

প্রকাশিত : ১৫:০৭, ১৩ মে ২০১৯ | আপডেট: ১৫:১৫, ১৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

বোরো ধানের ন্যায্য মূল্য নিশ্চিত ও সরকারের ঘোষণা অনুযায়ী লাভজনক দামে ধান কেনার দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধনের আয়োজন করেন সাধারণ শিক্ষার্থীরা। তারা সরকারের নিকট কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণ হচ্ছে কৃষি। একজন সচেতন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও একজন কৃষকের সন্তান হিসেবে আজকের এই প্রতিবাদ।

বক্তারা আরও বলেন, উৎপাদন ব্যয়ের তুলনায় ধানের দাম কম হওয়ায় লোকসানের মুখে দেশের কৃষকরা। যেখানে এক মণ ধানের দাম ৫০০ টাকা, শ্রমিকদের দিতে হয় ৮০০/৯০০ টাকা। প্রতি মণ ধানে লোকসান হচ্ছে ৩০০/৪০০ টাকা। ফলে, কৃষকরা পরিবার, পরিজন নিয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছে। আক্ষেপে নিজের ক্ষেতে আগুন ধরিয়ে দিচ্ছেন।

আমদানি নির্ভরতা বন্ধ করে কৃষকদের ন্যায্য মূল্য ও যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান শিক্ষার্থীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি