ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

মোবাইল ফোনের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনের পর অপরাধ অনেক কমেছেঃ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৭:৫৪, ৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৪, ৮ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মোবাইল ফোনের সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনের পর অপরাধ অনেক কমেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মঙ্গলবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ’কথা বলেন। সেসময় তিনি আরো বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশনের ফলে, অবৈধ ভিওআইপি ৩৫ শতাংশ থেকে নেমে ১০ শতাংশ হয়েছে। নিবন্ধনের কারণেই উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারীকেও সহজে ধরা গেছে বলে জানান তারানা হালিম। সফটওয়্যারের মাধ্যমে কারো মোবাইল নম্বর নকল করে হুমকি দেওয়ার ঘটনার সঙ্গে বায়োমেট্রিক সিম নিবন্ধনের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি