ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা করেছে বিসিবি

প্রকাশিত : ১৯:২০, ২১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২০, ২১ ফেব্রুয়ারি ২০১৭

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনের এই দল ঘোষণা করা হয়। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কাটার মাষ্টার মুস্তাফিজ। আর এক পেইসার শফিউল ইসলামের জায়গায় দলে ঢুকেছেন তিনি ।  এই সিরিজেই শততম টেস্ট খেলবে টাইগাররা। সব জল্পনার অবসান ঘটিয়ে শ্রীলংকার বিপক্ষে টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে মুশফিকুর রহিমকে। এছাড়া সহ-অধিনায়ক হিসেবে থাকছেন  তামিম ইকবাল। দলের অন্য সদস্যরা হলেন,  সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান,  সাব্বির রহমান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন,  তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ,  কামরুল ইসলাম,  মোস্তাফিজুর রহমান,  মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও শুভাশিষ রায়। শ্রীলংকার কন্ডিশন এবং বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় দল ঘোষণা করা হয়েছে বলে জানান নির্বাচকরা। টেস্ট দল ঘোষণার আগে থেকেই আলোচনায় ছিলেন মুস্তাফিজ। দলে ফিরবেন নাকি এবারও ইনজুরির কারনে দলের বাইরে থাকবেন। তবে, সব জল্পনার অবসান ঘটিয়ে দলে রাখা হয়েছে কাটার মাষ্টারকে। ইনজুরির কারনে দলে রাখা হয়নি ওপেনার ইমরুল কায়েসকে। ভারতের বিপক্ষে তাঁর পরিবর্তে সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত আছেন এই সিরিজেও। আর ভারতের বিপক্ষে টেস্টে বাদ পড়া রুবেল আবারো দলে ফিরেছেন। ২৮ ফেব্রুয়ারি পূর্ণ সফরে শ্রীলঙ্কা রওনা হবে দল। আর ৭ই মার্চ গলে প্রথম টেস্ট খেলতে  নামবে মুশফিক বাহিনী। পে-অফ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি