ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

ছবি সুরক্ষায় গুগল ফটোস এর নতুন ফিচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ১৬ নভেম্বর ২০২১ | আপডেট: ১৩:১৭, ১৬ নভেম্বর ২০২১

ব্যক্তিগত ছবি সুরক্ষিত রাখতে এক নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে Google Photos। নতুন Locked Folder ফিচার ব্যবহার করে স্মার্টফোনে নিজের পছন্দের যে কোনও ছবি সুরক্ষিত রাখতে পারবেন। 

সুরক্ষিত এই ফোল্ডারের ভেতরে রাখা যে কোনও ছবি বা ভিডিও দেখতে একটি পাস-কোড দিতে হবে। চাইলে নিজের ফোনের যেকোনও ছবিও লকড ফোল্ডারে পাঠিয়ে দেওয়া যাবে। এবং পাস-কোড ছাড়া এই ছবি আর কেউ দেখতে পাবেন না।

কিন্তু কীভাবে Google Photos এ লকড ফোল্ডার তৈরি করবেন? 

জেনে নিন পুরোটা

আপনার ফোনে Google Photos ইনস্টল করা থাকলে নীচের ধাপ অনুসরণ করে লকড ফোল্ডার এনাবল করতে পারবেন।

প্রথমে Google Photos ওপেন করুন। এরপর Library Utilities ওপেন করে Set up Locked Folder সিলেক্ট করুন।

এবার স্ক্রিনে লকড ফোল্ডারের সব ফিচার দেখাবে Google Photos. সেখানেই Set up Locked Folder অপশনে ট্যাপ করুন।

এবার নিজের ফোনের লক স্ক্রিন পিন অথবা প্যাটার্ন দিয়ে দিন। চাইলে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস আনলকের মাধ্যমেও এই কাজ করতে পারবেন।

লকড ফোল্ডার সেট আপ শেষ হলে নিজের ফোনের যেকোনও ছবি অথবা ভিডিও সেখানে পাঠানো শুরু করতে পারেন। Move items অপশন বেছে নিয়ে যে যে ছবি ও ভিডিও লকড ফোল্ডারে পাঠাতে চান সেগুলি সিলেক্ট করে পাঠিয়ে দিন।

সূত্র: এই সময়
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি