ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

২৩ বছরেই পৃথিবী ছাড়লেন মোরকাম্বে ডিফেন্ডার এমবুলু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৯, ২৮ মে ২০২০

Ekushey Television Ltd.

মারা গেছেন মোরকাম্বে ডিফেন্ডার ক্রিস্টিয়ান এমবুলু। মাত্র ২৩ বছর বয়সেই পরপারে পাড়ি জমালেন তিনি। 

এমবুলুর মৃত্যুতে তার ক্লাব মোরকাম্বে এক বিবৃতিতে জানিয়েছে, এমবুলু তাদের স্কোয়াডে খুব জনপ্রিয় ছিলেন। অসময়ে তার হঠাৎ চলে যাওয়া সবাইকে বড় ধাক্কা দিয়েছে।

ক্রিউতে মাত্র এক মৌসুম কাটিয়ে গত জানুয়ারিতে তিনি মোরকাম্বেতে যোগ দিয়েছিলেন। ক্রিউ ছেড়ে মোরকাম্বেতে যোগ দেওয়ার পর মাত্র তিন ম্যাচ মাঠে নেমেছিলেন তিনি। লন্ডনে জন্ম নেওয়া এ তরুণ ডিফেন্ডার এর আগে খেলতেন মাদারওয়েলের হয়ে। মিলওয়ালের জার্সিতে পেশাদারি ক্যারিয়ার শুরু করা এমবুলু ব্রেন্টউড, ব্রেইনট্রি এবং ক্রিউ’র হয়েও খেলেছেন। 

এমবুলু খেলেতেন ইংল্যান্ডের চতুর্থ স্তরের পেশাদারি ফুটবল লিগ দুইয়ে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি