ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

১০ বছর পর ট্রফি জয়ের হাতছানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৭, ১৮ আগস্ট ২০২০

লুকাকুর সেই শট

লুকাকুর সেই শট

Ekushey Television Ltd.

শাখতার দোনেস্ককে ৫-০ গোলে পর্যদুস্ত করে ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নিল অ্যান্টনিও কোন্তের দল। ইউরোপা লিগের ইতিহাসে সেমিফাইনালের একটা পর্বে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। মেগা ফাইনালে ইন্টারের সামনে লোপেতেগুইয়ের সেভিয়া।

ইন্টারের বড়় জয়ে জোড়া গোল করেন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু আর মার্টিনেজ। চলতি মউশুমে লুকাকুর নামের পাশে ৩৩ গোল। ইউরোপা লিগে টানা ১০ ম্যাচে গোল করলেন ইন্টারের এই বেলজিয়াম স্ট্রাইকার। ইন্টার শিবির চাইবে তারকা স্ট্রাইকারের এই গোলস্কোরিং রেকর্ড বজায় থাকুক মেগা ফাইনালেও।

প্রথমার্ধে ১-০ এগিয়ে ছিল ইন্টার। দ্বিতীয়ার্ধে আরও চারটে গোল করে বড় জয় নিশ্চিত করে কোন্তের দল। ২০১০-১১ মউশুমে ক্লাব বিশ্বকাপের সঙ্গে কোপা ইতালিয়া জিতেছিল ইতালির দলটি। তারপর থেকে আর কোন ট্রফি ওঠেনি ইন্টারের ঘরে। চলতি মউসুমে মাত্র এক পয়েন্টের জন্য জুভেন্টাসের কাছে ইতালিয়ান সিরি আ খেতাব হারাতে হয় লুকাকুদের। তাই সেভিয়াকে হারিয়ে এবার সেই ট্রফি খরা কাটাতে মরিয়া কোন্তের দল।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি