ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

ক্যান্ডির পাল্লেকেলে দ্বিতীয় টেস্ট শুরু আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ২৯ এপ্রিল ২০২১

দুই টেস্ট ম্যাচের শেষটিতে আজ ক্যান্ডির পাল্লেকেল নামছে টাইগার বাহিনী। করোনাকালে ভ্রমণের ঝক্কি এড়াতে একই ভেন্যুতে দুই ম্যাচ আয়োজন করছে শ্রীলঙ্কা। প্রথম টেস্টটি ড্র হয়েছিল। টানা পাঁচ দিন শ্রীলঙ্কার বিরুদ্ধে সমানতালে লড়াই করে বাংলাদেশ শিবির। তাই শেষ ম্যাচে জয়ের আশা তাদের। এদিকে বাংলাদেশ কোচও বলেছেন, জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না।

দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সিরিজ নিজেদের করে নেবে মুমিনুল হকের দল। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১০টায়। সিরিজ জেতার লক্ষ্যেই আজ সফরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

গতকাল বুধবার হেড কোচ রাসেল ডমিঙ্গোও জানিয়েছেন, সিরিজ জয়েই চোখ রাখছে তার শিষ্যরা। ড্র নয়, জয় চাই বাংলাদেশের। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ প্রোটিয়া কোচ গতকাল বলেছেন, ‘অবশ্যই আমরা সিরিজ জিততে চাই। এটা আমাদের জন্য দারুণ অর্জন হবে। আমরা জানি, এর জন্য অনেক ভালো খেলতে হবে। শ্রীলঙ্কা নিজেদের মাঠে কঠিন প্রতিপক্ষ। তবুও আমরা ফোকাস রাখছি। অবশ্যই লক্ষ্য বিদেশের মাটিতে সিরিজ জেতা।’

প্রথম টেস্টের মতো একতরফা ব্যাটিং উইকেট থাকার সম্ভাবনা নেই। ইতিমধ্যে ঐ উইকেটকে ‘গড়পড়তা মানের নিচে’ বলে অ্যাখ্যায়িত করেছে আইসিসি। যার ফলে এক ডিমেরিট পয়েন্টও পেয়েছে পাল্লেকেলের উইকেট।

আজ উইকেট দেখেই একাদশ চূড়ান্ত করবে বাংলাদেশ। তবে দল সূত্রে জানা গেছে, বাংলাদেশের একাদশে আজ একটি পরিবর্তন আসতে পারে। পেস আক্রমণে বৈচিত্র্য আনতে বাঁহাতি পেসার শরীফুল ইসলামের অভিষেক হতে পারে। তাসকিন আহমেদ, এবাদত হোসেনের সঙ্গী হতে পারেন যুব বিশ্বকাপজয়ী এ তরুণ পেসার। 

এছাড়া প্রথম টেস্টে ব্যর্থ হলেও আজ একাদশে থাকছেন ওপেনার সাইফ হাসান।

এদিকে নিজেদের মাঠে সিরিজ জিততে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা। দলের অধিনায়ক দিমুথ করুণারত্নে বলেছেন, ‘আমরা সব সময় মাঠে নামি জেতার জন্য। দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজ জিততে চাইবো আমরা। শেষ ম্যাচে বোলাররা ২০ উইকেট নেওয়ার মতো সাহায্য পায়নি। আশা করছি, এ ম্যাচে তারা দারুণ কিছু করে দেখাবে যেন আমরা ম্যাচটা জিততে পারি।’
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি