ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

সোহানের দুর্দান্ত থ্রোতে আউট হলেন মালিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ১৯ নভেম্বর ২০২১ | আপডেট: ১৬:৫৬, ১৯ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নুরুল হাসান সোহানের দুর্দান্ত থ্রোতে পড়ে গেল বেলস! বুদ্ধিদীপ্ত এই থ্রোয়ে রান আউট হয়ে ফিরে গেছেন অভিজ্ঞ শোয়েব মালিক। ৩ বলে শূন্য রানে ফিরলেন তিনি।

আজ শুক্রবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাগতিকদের ১২৭ রানের জবাবে পাকিস্তানের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেটে ৪৪ রান।

এর আগে মোহাম্মদ রিজওয়ানকে স্টাম্প উড়িয়ে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। অন্যদিকে তাসকিন আহমেদ ডানহাতি এই পেসার বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন বাবর আজমকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দুর্দান্ত পারফরম্যান্সের নেপথ্যে দুই ওপেনার বাবর ও রিজওয়ানের ব্যাটিং। সংযুক্ত আরব আমিরাতে বোলারদের ওপর ছড়ি ঘোরালেও মিরপুরে অন্যরকম কিছু বরণ করতে হলো তাদের। বিশেষ করে, রানের ফোয়ারা ছোটানো বাবরকে আউট করা সবচেয়ে বড় সাফল্য। পাকিস্তানি অধিনায়ককে অল্পতে আটকে রেখেছেন তাসকিন।

এই পেসারের লাইনে থাকা বল বাবরের ব্যাটে লেগে আঘাত করে স্টাম্পে। ফলে মাত্র ৮ রানে শেষ হয় পাকিস্তান অধিনায়কের ইনিংস। ১০ বলের ইনিংসটিতে ছিল একটি চারের মার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছেন মোহাম্মদ রিজওয়ান। ফর্মে থাকা এই ওপেনারকে বেশিক্ষণ ক্রিজে থাকতে দিলেন না মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের বলে বোল্ড হয়ে গেছেন রিজওয়ান।

দুর্দান্ত ডেলিভারিতে রিজওয়ানের স্টাম্প ওড়ালেন মোস্তাফিজ। সুইং করে ভেতরে ঢোকা বল বুঝতেই পারেননি পাকিস্তানি ওপেনার। বল সরাসরি অফ স্টাম্পে আঘাত করলে উড়ে গিয়ে পড়ে অনেকটা দূরে। বোল্ড হয়ে ফেরার আগে ১১ বলে ১ বাউন্ডারিতে ১১ রান করেন রিজওয়ান।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি