ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সাইফের পর ফিরলেন নাঈম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ২০ নভেম্বর ২০২১

প্রথম ওভারেই উইকেটের পতন। বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে আঘাত করেছেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি। ভেঙে দিয়েছেন টাইগারদের ওপেনিং জুটি। তারকা এ পেনার শূন্য রানেই ফিরে যান। ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টিতে সাইফ তুলে ছিলেন মাত্র এক রান। দ্বিতীয় ম্যাচে সেটাও পারলেন না।

অন্য ওপেনার নাঈম শেখও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। তাকে ফিরিয়ে দেন মোহাম্মদ ওয়াসিম। আট বল খেলে মাত্র ২ রান করেন নাঈম। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩৬ রান।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও টস জিতে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। 

বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসেনি। অপরিবর্তিত দল নিয়েই মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে পাকিস্তানের একাদশে একটি বদল এসেছে। একাদশ থেকে ছিটকে গেছেন হাসান আলী। তার পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি।

বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম, মাহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি